আপন ভোলা
হাকিকুর রহমান
চাইলো পথিক আপন ভোলা
লাগলো মনে ভাবের দোলা
মালাখানি হাতে নিয়ে
রইল কে যে বসে-
নীরব প্রাণের কথা শুনে
যাই যে আমি দিবস গুনে
ভাবের খেয়া বাইতে যেয়ে
হালটা ধরি কষে।।
সাঁঝের বেলা প্রদীপ জ্বেলে
চাইলো কে যে আঁখি মেলে
শূন্য আঙন রইলো পড়ে
রইলো দোয়ার খোলা-
অমন নিবিড় বাদল দিনে
মনটাকে ফের নিইযে কিনে
ভাঙা হৃদয় লাগিয়ে জোড়া
সুর কি যাবে তোলা।।
No comments:
Post a Comment