বেঁচে থাকার অনুপ্রেরণা
হাকিকুর রহমান
সেই সে অনতিক্রান্ত ভোরে-
শিশির সিক্ত কচি ঘাসের ডগা গুলোর উপর দিয়ে
ঈষৎ পদচারণা,
পুকুরের জলের উপর থিরিথিরি দোলায়মান
নলখাগড়ার ডালে একটা লাল ফড়িং এসে
কানে কানে কি যেন বলে গেলো!
বোঝা গেলো না তা-
শুধু দেখা গেলো ডালটা আরও একটু দুলে উঠলো।
ভোরের প্রথম প্রহরে,
সেই যে মালিনীর কৃষ্ণবরন মেয়েটা এসেছিল
জুঁই ফুলগুলোকে কুড়োনোর তরে,
গাঁথবে মালা, আর তাই বেঁচে ঘরের উনুনে
চড়বে হাড়ি।
বৈচি ফুলটাকে দেখলাম,
গদ গদ করে চেয়ে আছে
শরতের পেঁজাতুলোয় ঢাঁকা আকাশের পানে-
দখিনা হাওয়ার সাথে কি যে তার কানাকানি,
ওটাও বোঝা গেল না।
শুধু এটুকু দেখা গেল,
সেই কাকডাকা ভোরে
যেটুকু শিশির জমে ছিল ওর পাপড়ি গুলোতে
তা ঝেড়ে ফেলে
আবার নতুন করে চাইলো
দিবাকরের পানে।
ওগুলোকে বিমুর্ত চিত্তে
অবলোকন করে যাই,
আর ফিরে পাই
আবার বেঁচে থাকার অনুপ্রেরণা।
No comments:
Post a Comment