Thursday, August 12, 2021

 

খুকুমনি
হাকিকুর রহমান 
 
এইযে খুকি ফুল কুড়িয়ে
মোদের বাড়ি এসো
ফুলের মালা গলায় দিয়ে
মনটা খুলে হেসো।
তোমার বাড়ি আমার বাড়ি
মাঝখানে এক গাঁও
শিশির ভেজা ঘাসের ‘পরে
খুব যে হেঁটে যাও।
চাঁদের মতন মুখটি তোমার
দেখি নয়ন ভরে
হাসি তো নয় ঝর্ণা যেনো
মুক্তা হীরে ঝরে।
মাথায় কালো চুলের রাশি
মেঘ হারিয়ে যায়
হাত বাড়িয়ে তাই যে খুকি
আকাশ পানে চায়।
তাইতো আমি রইছি বসে
দেখবো আবার তারে
দারুণ হেসে উঠলো রবি
হিজল বনের ধাঁরে।
(লেখাটা আমার মেয়ে সহ পৃথিবীর সকল খুকুমনিদেরকে উৎসর্গ করলাম।)

No comments:

Post a Comment