পুরোনো প্রণয়
হাকিকুর রহমান
আগল ভেঙ্গেছে, দুয়ার ভেঙ্গেছে
ভেঙ্গেছে কপাট খানা-
ওহে মূর্তিমান, হারায়ে কারে খোঁজো
আছে কি সেটা নাকি জানা?
অপেক্ষার পালা, কবে শেষ হবে
কইতে কে আর পারে-
মেঘ শোনালো, ভৈরব গীতি
আকুলতা তার কাছে হারে।
ঝড়ের সাথে, যোগ দিয়েছে
কার যে কান্নার ঢেউ-
খড়কুটো সব, ভেসে গেলো যে
নেই তা দেখার কেউ।
কুড়োলের ভারে, বৃক্ষটা কাটে
কথার ভারে কাটে হৃদয়-
বকুলের তলে, ঝরা ফুলগুলো
বাড়াবে কি পুরোনো প্রণয়?
নাজেহাল করে, মননের মাঝে
চালালো কে ছুরি-কাঁচি-
ভাঙ্গা মন নিয়ে, অবেলার কোলে
তবুও তো যাই বাঁচি।
No comments:
Post a Comment