বদ্ধ কারা
হাকিকুর রহমান
তিমির বিদারী সহসা ডাকিলো
কোন সে মৃন্ময়ী
নীরদ ভেদিয়া জাগিলো শশধর
নীরব কালজয়ী।
বহিলো সেথায় মন যমুনার
উজানেতে বওয়া ঢেউ
হৃদয় কাননে আনন্দ বিলাসে
জাগেনিতো আর কেউ।
কহোহে রাখাল, কোন সুরে তব
বাঁশিটি বাজায় যাও
বসুধার স্নেহ উথলিয়া উঠে
বারেক ফিরিয়া চাও।
খুলিয়া দুয়ার জাগিতেছি আজি
চিত্তে লয়ে কতো আশা
বদ্ধ কারায় হারায়েছি সবই
এক্ষণে শুধু আঁখি জলে ভাসা।
(তিমির- অন্ধকার; নীরদ- মেঘ; শশধর– চাঁদ)
(লেখাটি বিদ্রোহী কবিকে উৎসর্গ করলাম।)
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment