Thursday, September 30, 2021

 

প্রণয় গীতি
হাকিকুর রহমান 
 
জেগেছোকি ভোরের শিশির
আছো জেগে রাতের নয়ন পাতে,
জেগেছোকি অগ্নিবীণা, সেই প্রহরে
অশ্রু ঝরা রাতে।।
পথ হারিয়ে কোন সে পথিক
চরণ ফেলা হয়নি সঠিক-
সেঁধেছোকি প্রণয় গীতি, সুর হারিয়ে
শিউলি ঝরা প্রাতে।।
উদাস বিধুর সুরে কে গায়
ঝরা মুকুল ফের কারে চায়-
ভেবেছোকি সাঁঝের বাতি, জ্বালিয়ে রেখে
রইবে ছলনাতে।।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment