আগাম ফসল
হাকিকুর রহমান
তপ্ত হাওয়া বহিয়া ফিরিছে
শস্যহারা ফসলের মাঠে,
বাঁধন হারা স্মৃতিরা ভিড়িছে
স্বপ্নভরা তটিনীর তটে।
উদাসী বাউল যায় হেঁটে যায়
কোন সে গাঁয়ের বাঁকে,
কান্না-হাসির মিশেল ঝরানো
সুরগুলো তার লুকায়ে থাকে।
নিমের ছায়েতে ছোট্ট ঘুঘুটা
প্রাণটা খুলে কি যে গায়,
ক্ষণেতে জানায় গোপন কথাটি
পলকিয়া কার পানে চায়।
চোতের ফসল ফুরায়ে গিয়াছে
কিষানীর ঘরেতে নেইকো চাল,
আগাম ফসল বুনেছে মাঠেতে
সেই আশাতেই কাটে যে কাল।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment