হাসু
হাকিকুর রহমান
হয়েছিলো সেই সে দেখা
হাসু নামের মিষ্টি মেয়ের সনে-
সবাই তারে ভুলে গেলেও
আমি তারে রেখেছিতো মনে।
সেই যে কোথায় পালিয়ে গেলো
কাঁদলো বনের লতা-
ডেকেছিলাম, সোনার খুকু!
হয়নিতো আর কথা।
চুলের বেণী দুলিয়ে সে যে
হাসতো নেচে গেয়ে-
শাড়ির আঁচল উড়িয়ে সেথা
চাইতো পলক চেয়ে।
বনের পাখি বলতো ডেকে
খুকু কোথায় যাও?
আমলকি ফুল পরিয়ে দেবো
সঙ্গে মোদের নাও।
না বলে সে কোথায় গেলো
কেউ তা জানেনাকো-
কচি মুখের মিষ্টি হাসি
ভুলতে পারিনাকো।
(লেখাটা পল্লী কবিকে উৎসর্গ করলাম।)
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment