শিশিরের ঘ্রাণ
হাকিকুর রহমান
শিশিরের ঘ্রাণ নিতে চেষ্টা করি
সেই কাকডাকা ভোরে
তখনও ভোরের সোনা রোদ এসে ছলকে পড়েনি
নবান্নের বেড়ে ওঠা ধানগুলোর উপর-
স্বপ্নগুলো আঁখিপাতে ভার করে বসে আছে
এই যাই যাই করছে
কিন্তু কলুর বলদটা কোঁ কোঁ করে
হাল ঘুরিয়েই যাচ্ছে
কারণ, ওর যে চোখ দু’টো বাঁধা-
মেঠো ইঁদুর গুলো ধেই ধেই করে নেচে নেচে
বাড়ন্ত ধানের শীষগুলোকে কেটে নিয়ে
জড়ো করা শুরু করেছে
তাদের গর্তগুলোয়-
খগেনের ষাঁড়টা লেজ উঁচিয়ে
ছুটছে মাঠের ধারে
আর, লেজকাটা কুকুরটা
রাতের নেভানো উনুনের পাড়ে এখনও ঘুমোচ্ছে-
সোনাগাজী যাত্রাপালার নায়িকা
সস্তা পাউডার মুখে দিয়েই ঝিমোয় সুখনিদ্রায়-
সফুরার বাবা, ঐ যে বেরিয়েছে
ভাঙড়ি কেনার তাগিদে
কারণ, উনুনে খড়ি দেবে কি করে-
আর আমি,
আবারও শিশিরের ঘ্রাণ নেবার চেষ্টা করি
সেই বাড়ন্ত কাকডাকা ভোরে।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment