উদাসী হাওয়া
হাকিকুর রহমান
উদাসী হাওয়ায় ভাসি
বহিয়া গেলো মোর সকল কান্না-হাসি।
কুহেলিকা সম
স্মৃতিগুলি মম
ছিন্ন বীণার তার,
চেতনার বানী
দিলো হাতছানি
খুলিয়া উন্মেষিত দ্বার;
উৎকন্ঠায় থাকি বসে
হাল ধরি আবারো কষে
কন্ঠে ঝুলে মোর হার-মানা হার।
(রবি ঠাকুরকে উৎসর্গ, তাঁর মহাপ্রয়াণ দিবসে)
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment