সৌকর্য
হাকিকুর রহমান
আঘাত করেছো মম হৃদয় পুলিনে-
যদিওবা ছেড়ে গেছো চিরতরে
তবুও কটাক্ষ তব কিছু তার ভুলিনে।।
ওহে এলোকেশী!
পূর্ণশশীতে এসেছিলে মোর দ্বারে,
চেয়েছিলে বাঁকা শ্লেষ চোখে বারেবারে-
দুলেছিলো বনে চম্পা-পারুল কি মোহে
আমি তো আর দুলিনে।।
তব চটুল নিঠুর বাক্য,
গেঁথে আছে এখনো হৃদয়ে মম
করেছো কত কৌতুক আমারে লয়ে,
বিঁধেছে অন্তরে যা বিদ্রুপ সম-
মালাটি গাঁথা হয়নিকো আর
ঝরে যাওয়া ফুল গুলোকে তাই আর তুলিনে।।
(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)
No comments:
Post a Comment