Thursday, September 30, 2021

 

আবাহন
হাকিকুর রহমান 
 
বেদনার নীলে করি আবাহন
ভাসি নয়নের জলে,
হৃদয়ের কথা কহিবো কাহারে
সকলিতো গেলো বিফলে।
বাঁধনের বেড়ী ছিড়িলোযে কবে
বুঝিতে পারিনি আগে,
ভাঙ্গনের তীরে বাঁধি খেলাঘর
বড় অসহায় লাগে।
কাননের ফুল ঝরিয়া পড়িছে
তুলিবার কেহ নাই,
স্মৃতিগুলি সব আলোড়িত করে
ভুলিতে পারিনা তাই।
আকাশের নীলে উড়িছে পাখিরা
যাবে কোন সীমানায়,
ছায়াঘেরা বীথি ঢাকিছে আঁধারে
ডাকে যেনো ইশারায়।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment