Thursday, September 30, 2021

 

মিহির আলী
হাকিকুর রহমান 
 
মিহির আলীর বাড়ি খানা
ভেন্না পাতায় ছাওয়া-
বেড়ার ফাঁকে দখিন-হাওয়া
করতো আসা-যাওয়া।
একপাশেতে ছিলো সেথায়
সাচী পানের বরোজ-
একাই সেথায় করতো যে বাস
কেউ করেনি গরোজ।
খুশি’র সাথে মাঝে মাঝে
হ’তো যে তার দেখা-
হয়নি তাদের কোনো কথা
হয়নি প্রণয় লেখা।
মনের সুখে হয়তো কখন
গাইতো সুরে গান-
কেউ জানে না মনের কথা
বোঝেনি সেই তান।
সাপের কামড় খেয়ে কবে
বিষের জ্বালায় মলো-
মেহের আলীর মনের কথা
জানলে আমায় বলো।
(আজকের লেখাটাও পল্লী কবিকে উৎসর্গ করলাম।)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment