Thursday, September 30, 2021

 

জাত-বেজাত
হাকিকুর রহমান 
 
জাত-বেজাতের বালাই কেন?
রক্ত সেতো সবার লাল-
আর কত যে দোহাই দেবে
চোখ বুজিলেই সাঙ্গ কাল।
আসার কালে, যাবার কালে
জাতের খবর কে রাখে-
মাটির গড়া শরীর নিয়ে
বিনে কাজে রঙ মাখে।
তাইতো বলি মিনতি করে
মনটা খুলে শোনো ভাই-
সবার উপর মানুষ বড়ো
এই কথাটার বদলি নাই।
(গতকালকের একটা ঘটনায়
লেখাটা লিখলাম।
সবাই ভালো থাকবেন।)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment