Thursday, September 30, 2021

 

সাঁঝের গগন
হাকিকুর রহমান 
 
সাঁঝের গগন চিরে, উঠেছে বাঁকা চাঁদ
ওহে শাশ্বতী, নিদ্রা ছেড়ে ওঠো,
রইলো যে মোর ফরিয়াদ।।
জানালার পাশে চামেলীর শাখে
অবুঝ পাপিয়া প্রাণভরে ডাকে-
ভোরের খেয়ালি কে বা গেয়ে ফিরে
মনের আরশিতে করে না কোনও প্রতিবাদ।।
তুলসীতলাতে মনের আবেগে জ্বালিয়েছে কে যে প্রদীপ
রাতের তারারা কার সিঁথিতে পরায়ে দিলো যে টিপ।
ইচ্ছের খেয়া কোথায় গেলো যে ভেসে
পূর্ণশশীটা মেঘের ফাঁকে ওঠে হেসে-
অরুনিমা রঙে সেজেছে গোধূলি
রাখালিয়া বাঁশি বুনে যায় কোন ফাঁদ।।

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment