Thursday, September 30, 2021

 

আলোর আধার
হাকিকুর রহমান 
 
গগনের শশী কহে, আমিইতো আলো
প্রদীপের শিখা কহে, আমিইতো আলো
মোমবাতি জ্বলি কহে, আমিইতো আলো
নিয়ন বাতিটি কহে, আমিইতো আলো
তারাটি জাগিয়া কহে, আমিইতো আলো
মশাল হাকিয়া কহে, আমিইতো আলো
জোনাক কাশিয়া কহে, আমিইতো আলো
তপন হাসিয়া কহে, সকলেই রহো ভালো।
(শশী- চাঁদ, তপন- সূর্য)

(সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত)

 

No comments:

Post a Comment