বলিদান
হাকিকুর রহমান
চিন্তার ছেঁড়া কাঁথায়
কে যেনো বহু প্রকারের
রঙিন সুতো দিয়ে
রিপু করার
প্রচুর চেষ্টা করেছিলো-
আর ইচ্ছার পরোতে পরোতে
আলসার জমে গিয়ে
মানচিত্রবিহীন গতিপথে,
দিকহারা কোনও এক নাবিক
সেই ওই ঝরেপড়া
শুকতারাটাকেই সাথী করে,
আবার অজানার পথে
পাড়ি জমালো-
কোনও এক নৈঃশব্দের
প্রহরী হয়ে,
ক্রমাগত গন্তব্যের মাঝে
নিজেকে বিলীন করে,
সে এক অজানা
সুখের পেছনে চিরতরে বলিদান।
No comments:
Post a Comment