Thursday, February 24, 2022

 

অজানা আলো
হাকিকুর রহমান 
 
ঘন বাবলার বনে
রুপোলী বিদ্যুৎ শিখা
চমকিয়া যায়-
গলদঘর্ম হয়ে
কোন সে পথিক
পুরানো পথের পানে
ফের ফিরে চায়।
এ কি কারো
আজন্ম চাওয়া,
নাকি কোনও এক মুহূর্তের
কল্পনা-
ভাবনার সাগরে ভাসা
কোনও এক পদ্মফুল
আকাশের পানে চেয়ে
অবারিত মনে
এঁকে যায় আল্পনা।
সে এক বিবাগী
হাতের আঁজলে
কিছু ইচ্ছাকে তুলে নিয়ে
গন্তব্যটাকে আরো
প্রসারিত করে-
চমকিয়ে যাক ঐ সেই
বিদ্যুৎ শিখা
আর তাতেই
অচেনা পথটা
অজানা আলোতে ভরে।

No comments:

Post a Comment