কাল কহে মহাকালকে,
ওহে অনন্ত,
তুমিতো বিস্তৃত,
তোমাতে বিলীন হই-
মহাকাল কহে,
ক্ষুদ্র ভাবিও না নিজেরে,
তোমার সত্বাতেই
আমি সদা প্রীত রই।
- হাকিকুর রহমান
নিন্দা কহিলো স্তুতিরে ডাকি,
আমিতো রহি ধরা ছোঁয়ার বাহিরে,
প্রতিনিয়ত দিয়ে যাই ফাঁকি।
তোমাতে তো সকলেই হয় প্রীত,
আর আমাতে তাহারা হয় যে ভীত।
স্তুতি হাসিয়া কহে,
মিত্র মম,
তোমার উপস্থিতি বিনে
আমিতো গোত্রহীন সম।
- হাকিকুর রহমান
No comments:
Post a Comment