ক্ষ্যাপার আদর্শ
হাকিকুর রহমান
ওরে ক্ষ্যাপা!
হঠাৎ অমন করে খেপলি ক্যান?
তা, বাবু-
ওইযে ও পাড়ার কেরামত আলী
কাজও করে না, কম্মোও করেনা
শুধু মুখে বুলি আওড়ায় খালি খালি-
শুনেছি নাকি কোন মতাদর্শের লোক
আর তাই কাজের প্রতি নেই তার কোনো ঝোঁক-
যেখানে এককথায় পাওয়া যায় লাখ টাকা
সেখানে আমার থালাটার পানে চাও
ওটা তো বহুদিন ধরেই রয়েছে ফাঁকা-
তা, তুইও না হয় ধর
কোনো-না-কোনো মতাদর্শ-
গোল্লায় যাক বিবেক, বুদ্ধি, কিম্বা আদর্শ।
ঠিক বলেছো বাবু,
দেখি একটুখানি চিন্তা- ভাবনা করে
কথা নেই, বার্তা নেই
যায় যদি একদিন কবে জানি মরে-
তাইতো ইচ্ছে হলেও
ওই দলেতে যোগ দিতে পারিনে,
আর আধ পেটা খাই, কিম্বা না খাই
ওসবের ধারও ধারিনে।
তবে, এটা বোধহয়
মোটামুটি জানি, আর তা
খাঁটি মনে মানি-
যদি একবার কেউ হয় আদর্শ হ’তে চ্যুত,
হাটে তো হাড়ি ভাঙে একদিনই
আর যা হ’বার তা হতেও পারে দ্রুত।
No comments:
Post a Comment