ক্ষণকালের সন্ধিক্ষণ
হাকিকুর রহমান
ধীরেই যদি
হাঁটা হয়, পথটায়
ইচ্ছেটাকে আর না হয়
বদলাবোনাকো,
সময়ের সাথে
ফেরি করে ফিরে-
গন্তব্যটাকেও আবার
নতুন করে আর
বদলাবোনাকো,
ছেঁড়া প্যান্টের
পকেটটাতো ফুটো-
আর তাও
সেটাকে আর
রিপু করা হয়নিকো,
শর্তসাপেক্ষে
নিচু স্বরে, যদিওবা
ডেকেছিলাম কাকে যেনো-
তবে তাতে সাড়া
দেবার মতোন
কেউ ছিলনাকো,
তবে, শেষমেশ
হয়তোবা আশার ঝাঁপিটাকে
সময় মতন বদলে নেবোক্ষণ-
হয়তোবা হতে পারে
তা কোনও এক
ক্ষণকালের সন্ধিক্ষণ।
No comments:
Post a Comment