নৈবদ্যের থালা
হাকিকুর রহমান
ইশারায় ডাকো হে
সে এক আকুল অম্বরে,
প্রান্তিক চাহিদাসমূহকে
বুকের ভেতরে ঢেঁকে রেখে-
ওহে মোর বসন্তের লক্ষী
কোন পানে ধাঁও,
মাধবীকুঞ্জের প্রলেপ লাগিয়ে
হৃদয়ের এক কোণে।
কোন সে অজানা ফুলের গন্ধে
আবেগ তাড়িত হলো
ওই সেই আশাহত প্রণয়-
ওহে মোর ভিখারী বসন্ত
কেন ফের ঘুরে ফিরে
আসো এই শূন্য আঙনে?
কাহাতক স্বপ্ন দেখার
ভান করে
প্রহরগুলোকে উতরানো-
হৃদয়ের স্পন্দনগুলোকে
চুরি করে লুকিয়ে রাখি,
কোন সে নৈবদ্যের
খালি থালাটার ওপরে।
No comments:
Post a Comment