কার অপেক্ষায়
হাকিকুর রহমান
মাটির গাগরীটা গেলো ভেসে
নব জোয়ারের জলে,
সাথে গেলো ভেসে
কোন সে কুলবঁধুর করুণ কাহিনী।
ভাবনার পিচ্ছিল সিঁড়ি বেয়ে
কেই বা যে ওঠানামা করে
প্রতিনিয়ত,
যেমন সময়গুলো পারাপার করে
দিবস-রাতের মাঝখানে,
আর তারই করতলে
কে যে নিবেদন করে আরতির ফুল।
বুক নাগাল করা জলে
নামার অবসরে
কার যে সমাপন করা হয়না স্নান-
গহন ঝাউবনে,
এখন আর ডেকে ওঠে না কোকিলা
আগের মতো করে।
কার যে ইচ্ছের ফুলগুলো
ক্রমাগত ঝরে পড়ে
বিবর্ণ হয়ে,
প্রাপ্তি-অপ্রাপ্তির সন্ধিক্ষণে-
তবুও তরুলতাগুলো
করে যায় আত্মসমর্পণ
বুড়ো অশথের শাখা জড়িয়ে।
এই যে ক্রমাগত বিলীন হওয়া,
এরই মাঝে বেঁচে রয়
ওই যে কুলবঁধুর স্বপ্ন
ওই যে ভাবনার সিঁড়ি
ওই যে ইচ্ছের ফুল
ওই যে তরুলতা।
তবুও কেনো যেনো রয়ে যায়
কেইবা যে কার তরে অপেক্ষায়....
No comments:
Post a Comment