Thursday, February 24, 2022

 

মহাপথিক
হাকিকুর রহমান 
 
প্রভাতের প্রহরী হ’বার আকাঙ্ক্ষাটা
হৃদয়ে নিয়ে
অবলোকন করলাম
সদ্যস্নাত ঊষার দুয়ার-
নিদ্রাচ্ছন্ন আঁখিতে এঁকে দিলো
কে যেনো
কোনও এক অতন্দ্র প্রহরীর
আলোক চন্দন লেখা।
শুভ্র ললাটে ফের
এঁকে দিলো
ক্লান্তিহীন নিঃশর্ত
বলিরেখা-
ইচ্ছার প্রাচুর্যে
পরম গাম্ভির্যে
আবার হেঁটে ফিরি
সীমাহীন সীমানা প্রাচীর ঘিরে।
থাকুক পড়ে
পথহীন মহারণ্য
বিন্যস্ত রহুক
একাল সেকালের ওপর-
দূরত্বের ব্যবধান
পরিব্যাপ্তিত হয়
শূন্যে- মহাশূন্যে,
এ যেনো কোনও এক
চেনা কিম্বা অচেনা পথের
মহাপথিক।

No comments:

Post a Comment