হে দুঃখ
হাকিকুর রহমান
হে দুঃখ, তুমি কি আমার, নাকি ওর-
চোতের রোদ্দুর, নাকি মরা ভাদর,
কার শূন্য মন্দিরের শাঁখ,
প্রকাশিত হও যখন, নেই তাতে কোনো রাখঢাক,
শতশত কুশীলব তব সংজ্ঞা দিতে যায় ঘেমে
তখন, কি নিদারুণ প্রশান্তি তব আঁখিতে আসে নেমে।
এ যেনো কোনও ঘনঘোর রাতের আঁধারে
খেলে যাওয়া অবাধ্য দামিনী,
পলকে বিজরি ঝরানো ক্ষণকাল-
ভর করে তাতে আরও আরাধ্য রাগিনী।
এতো শরতে পেখম মেলা
কোনও ময়ূরের পুচ্ছ,
সম্বিৎ ফিরে পাবার আগেই
দৃশ্যতঃ হারায় সকল ভাবনা গুচ্ছ।
তবুও তুমি কোন অভিমান নিয়ে
বারেবারে যাও যে ডেকে,
কি যে চিত্রকল্প তোমার সমস্ত প্রহর জুড়ে
নিরানন্দে চলো হে এঁকে।
এ যেনো কোনও ফুটো কড়ির
এপিঠ আর ওপিঠ,
যতই করা হোক না প্রচেষ্টা
কোনোক্রমেই যাবে না খোলা সেই গিঠ।
No comments:
Post a Comment