Thursday, February 24, 2022

 

পাহাড়ের প্রেম
হাকিকুর রহমান 
 
পাহাড়ের কি প্রেম হয়?
কেনো না? ওর শুকনো খটখটে শরীরে
কি হৃদয় নেই! আছে, আছে।
জানো, একদা একটা শুভ্র পেজা মেঘ
ওর ওপর দিয়ে ওর চূড়াটা ছুঁইছুঁই করে
উড়ে যাচ্ছিলো- আর পাহাড়টা
তার প্রেমে পড়ে গেলো।
তুলোর মতো মেঘটা আয়েশী ভঙ্গিতে
পাহাড়ের চূড়ার ওপরে ঠ্যাং ঝুলিয়ে
একটু জিরিয়ে নেবার চেষ্টা করলো-
আহা! সে কি প্রেম, সে কি প্রেম!
তাই দেখে হিংসুটে দখিনার মনে
দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো,
সে কিনা বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে
প্রচন্ড জোরে ফু দিলো,
ক্ষীণকায় মেঘটা কি আর ওই দমকা হাওয়া
সইতে পারে-
সে ভেঙেচুরে খান খান হয়ে
কোথায় যে বিলীন হয়ে গেলো,
পাহাড়টা তাকে আর কোনদিনও খুঁজে পায়নি।
আর পাহাড়টা তাতে করে প্রচুর কেঁদেছিলো
অন্তঃকরণে কেঁদেছিলো, অবিরাম কেঁদেছিলো-
তোমরা কি বোঝোনা, ওইযে ঝর্ণাগুলো
ওর বুক চিরে বয়ে যায়,
ওগুলো ওই দিনই তৈরি হয়েছিলো।

No comments:

Post a Comment