চিহ্ন বিশেষ
হাকিকুর রহমান
হাসি, দন্ত বিকশিত হাসি, মৌন হাসি,
স্মিত হাসি, নাকি দুঃখভারাক্রান্ত হাসি-
যা কিনা কখনো কখনো পেঁজা তুলোর মতো ওড়ে
মনের আকাশে, আর বিভিন্ন স্বরুপে দেখা
দেয় বারো মাসি। তবে কিনা, কখন যে টুপ
করে খসে পড়ে নক্ষত্রের মতো, না বলে কয়ে
কোথায় যে বিলীন হয়ে যায়, কেউ জানেনা
যায় সে হারিয়ে কোন সে বলয়ে।
মাঝে মাঝে মনে হয়, এ যেনো কোনও
বিধবার সাদা শাড়ির আঁচল, অথবা
কোন অভাগিনীর ভিজে যাওয়া আঁখির
কাজল। আবার কেনো জানি লাগে
ওইটা হয়তোবা কোনও তিমির পেটের
ভেতরের অন্ধকার, কিংবা খোলনোলচে বিহীন
কোনও বদ্ধদ্বার।
হয়তোবা কোনও ফিনফিনে মোমবাতির
ক্ষীণ সলতের আলো, না ঘষা-না মাজা
কোনও উল্টোনো হাড়ির ভেতরের কালো।
তাও আবার কখনও কখনও হয়ে যায়
নিরুদ্দেশ, তবে মনে হয় অনিচ্ছাসত্ত্বেও
রেখে যায়, কখনও তার চিহ্ন বিশেষ।
No comments:
Post a Comment