ক্ষমা চাই
হাকিকুর রহমান
মোর আছে যত আঁখিজল
ঢেলে দিছি তব পদতলে,
ওহে প্রভু
মার্জনা করোহে মোরে,
ভুলে গেছি কোন ছলে।।
মোর নিদহারা রাতি,
শিয়রে জ্বলে নিভু নিভু বাতি।
গেয়ে যাই আমি
তব বন্দনা, পলে পলে।।
আমি রহি বসে
স্মরিগো তোমারে, নীরবে, নিভৃতে
এই অধরা ধরাতে
চাইযে পেতে, শুদ্ধতম সম্বিতে।
শূন্য হস্তদু’টি
ফিরায়োনাকো হে প্রভু,
ক্ষমিয় মোরে
যদি ভুল করে থাকি কভু।
তৃষিত প্রাণেতে
ভরাও তব কৃপা
সুবাসিত পরিমলে।।
No comments:
Post a Comment