প্রকৃত সুখী
হাকিকুর রহমান
আকারে-প্রকারে বৃহৎ হইলেই
কি গুণগত মান বাড়ে?
বিশুদ্ধতা প্রস্ফুটিত হইলেই
তবে, সকলের মন কাড়ে।
যুগে যুগে আসিয়াছেন হেথা
কত বিদগ্ধ গুণীজন,
সকলেই কি পাইয়াছেন সফলতা?
কে কহিতে পারিবে বিলক্ষণ!
সম্বিত ফিরিয়া চাহিলে পরে
পরিলক্ষিত হয় সকল,
তবুও দ্বিধাদন্দে পড়িতে হয়, চিনিতে
কোনটা আসল, আর কোনটা নকল।
অনিশ্চয়তার পারবশ্যতায়
সংশয় বাড়ে, সকল কর্মকান্ডে
কে কহিতে পারিবে,
সেই সত্যিকারে সুখী
এই বিশ্ব ব্রহ্মান্ডে!
No comments:
Post a Comment