Wednesday, August 26, 2020

সেতুহীন স্রোতস্বিনী
হাকিকুর রহমান 

হৃদয়ের অভ্যন্তরে, এক সেতুহীন স্রোতস্বিনী বয়ে যায়,
বয়ে যায় অবিরত। হাতদু’টি ধরে এনেছিলাম ডেকে-
এসেছিলো। তবে মনটা মনে হয় অন্য কোথাও রেখে।
বলেছিলো, আত্মাটাকে দাও- নিস্বার্থভাবে দিয়েছিলাম।
বলেছিলো, হোগলাপাতার বেষ্টনী ভালো লাগেনা,
গোলপাতার ছাউনি বানাও- অতি কষ্টে বানিয়েছিলাম।
বলেছিলো বলেই, নিজের সাজসজ্জা ছেড়ে,
কোন এক দুর্ভেদ্য অরণ্যে প্রবেশ করেছিলাম।
তবুও, একাকীত্বের অভিশাপ থেকে মুক্তি মেলেনি,
আর অন্তরের অভ্যন্তরে, না বলে কয়েই-
অব্যক্ত সে কোন প্রবঞ্চনার মতো,
এক সেতুহীন স্রোতস্বিনী বয়ে যায় নিরন্তর।

No comments:

Post a Comment