দিবাস্বপ্ন
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
এক চিলতে মেঘ, নীল আকাশের এক কোণে
আতিপাতি করছে,
পাশ দিয়ে উড়ে চলেছে একটা চিল।
সে জানেনা তার ওড়ার পরিধি
আজ কতদূর হবে।
সাথে আর একটা, বুড়ো শকুনও উড়ছিল-
কিন্তু, শীর্ণ দেহে ক্লান্ত হয়ে
তাল গাছটার মাথায় হেট হয়ে বসে আছে।
মরা গরু এখন আর মেলেনা,
তাই যদিও পড়শীরা সব উধাও হয়েছে
অনেক আগেই, তবুও সে আর যেতে পারেনি।
এখন তার অনাহারেই রাত্রি কাটে,
আর অপেক্ষায় রয়েছে, কবে জানি
বিলীন হয়ে যাবে, প্রকৃতির কাছে।
আতিপাতি করছে,
পাশ দিয়ে উড়ে চলেছে একটা চিল।
সে জানেনা তার ওড়ার পরিধি
আজ কতদূর হবে।
সাথে আর একটা, বুড়ো শকুনও উড়ছিল-
কিন্তু, শীর্ণ দেহে ক্লান্ত হয়ে
তাল গাছটার মাথায় হেট হয়ে বসে আছে।
মরা গরু এখন আর মেলেনা,
তাই যদিও পড়শীরা সব উধাও হয়েছে
অনেক আগেই, তবুও সে আর যেতে পারেনি।
এখন তার অনাহারেই রাত্রি কাটে,
আর অপেক্ষায় রয়েছে, কবে জানি
বিলীন হয়ে যাবে, প্রকৃতির কাছে।
দূরে রেল লাইনের উপর দিয়ে
হন্ হন্ করে ছুটে চলেছে, এক ট্রেন-
কতজনের গন্তব্য বাঁধা তার সাথে,
থামার সময় নেই।
হন্ হন্ করে ছুটে চলেছে, এক ট্রেন-
কতজনের গন্তব্য বাঁধা তার সাথে,
থামার সময় নেই।
ওদিকে একটা বুনো শালিক,
হঠাৎ করে চিৎকার করে উঠলো,
“একটু জল চাই!”
আর আমার দিবাস্বপ্নটা অমনি
মিশে গেলো আকাশের মেঘের সাথে।
হঠাৎ করে চিৎকার করে উঠলো,
“একটু জল চাই!”
আর আমার দিবাস্বপ্নটা অমনি
মিশে গেলো আকাশের মেঘের সাথে।
No comments:
Post a Comment