Wednesday, August 26, 2020

বিরহের সুর
হাকিকুর রহমান

কি হবে তাহা জানিয়া, কেন আসে জল নয়নে
তুমি সুখে রহো সখা, রহো তুমি পুষ্প শয়নে।।
এপারেতে আমি সখা, ভাসি বিষাদের বানে
ওপারেতে করো উচ্ছাস, কোন সে স্তব গানে।
হৃদয়ে তো দিয়েছো তালা,
বুঝিবে কি করে বিরহের জ্বালা।
হেথা ঘুরে ফিরি আজি, অধীর চপল চয়নে।।
কাননের ফুল গুলি, রাখি যতনে তুলি
দিতে চেয়েছিনু পরায়ে, চুল বাঁধা খোঁপাটি খুলি।
গেলোযে সবই তার ঝরি,
বুঝিনাতো কেমন করি।
আবার ভিজিলো আঁখি, অঝোর ঝরা কোন শাওনে।।

No comments:

Post a Comment