Thursday, August 13, 2020

মায়াবিনী ছায়া
হাকিকুর রহমান 

দুয়ারে এসে দাঁড়ালো
কে যেন,
লাল পেড়ে হলুদ শাড়িখানি পরে-
মাঠে বয়েছিলো পুবালী বায়,
আকাশে জ্বলেছিলো
গৈরিক আলো, ক্ষণিকের তরে।
কাঞ্চন প্রভার
আলোকজ্জ্বলতার মোহে
পিয়াসি পরাণ
বিজড়িত রহে।
বন্ধ হলো, কোন সংসারের
মায়াবী কপাট, অযতনে
অধীর চিত্তে, মিশে গেলো সব
বেদনার হাহাকার পবনে।
সাঁঝের আঁধারে
প্রদীপখানি দোলে-কাঁপে,
স্বর্নাভ মেঘে
স্থির হয়ে রয়, কার মায়াবিনী ছায়া
আর, কিসের জড়তা মাপে।

No comments:

Post a Comment