Wednesday, August 26, 2020

বরষা বালিকা
হাকিকুর রহমান

পুঞ্জিত মেঘে, ভেজায় ধরণীকে
চেয়ে রয় বরষা বালিকা,
সাথে সহচরী, বজ্রনাদ ভেরী
গলে তার ধবল মালিকা।
ঝিলিক হেরি, গগনের পানে
চাহে চাতক-চাতকী,
ভরা বরষায়, শ্রাবণ প্রাতে
বনে ফুটে যুঁই-কেতকী।
পেতে নীলাঁচল, বঁধু চেয়ে রয়
ঝরো ঝরো বরষার পানে,
পূবালী বায়ে, ঝাপটা লাগে
বেনুবন মুখরিত গানে।
পদ্ম পাতা, ঝরে টলোমল
ভরো ভরো দীঘির মাঝে,
কাজলা মেয়ে, শাপলা তুলে
ঘরে ফেরে রঙিন সাজে।

No comments:

Post a Comment