চাঁদের আলো
হাকিকুর রহমান
চাঁদের আশায় প্রদীপ নিভায়ে
বসে আছি নিরালায়,
রূপালী চাঁদ উঁকি দিয়ে যায়
খোলা মোর জানালায়।
পাখিকুল বসে গাছের শাখাতে
কি সুরে গাইছে গান,
ধীরে বহা নদী বয়ে চলে যায়
শুনি তার কলতান।
কানন জুড়ে সুবাস ভরিয়ে
ফুটেছে কতনা ফুল,
কনক চাঁপা, জুঁই, চামেলী
দুলিছে দোদুল দুল।
চকিত চাহিয়া গগনের পানে
এভাবে কাটে যে কাল,
হৃদয় ব্যাপিয়া জোসনার টানে
ছিঁড়ে ভাবনার বেড়াজাল।
No comments:
Post a Comment