বিভাবরী
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
জাগিয়া রয়েছে ঐ শ্রান্ত বিভাবরী,
আঁখি দু’টি হতে নিলো নিদ্রা হরি।।
কাহারে ডাকি আজি এই আঁধারে,
গগনে উঠিলো শশী সেই বাহারে।
রাত জাগানিয়া পাখি ডাকিলো দূরে,
চিত্ত মম উছলিয়া জাগিলো সুরে।
নিপট স্বপনগুলো ভাসিল মনে,
অধীর লগ্নগুলো আসিল ক্ষণে।
আঁখি দু’টি হতে নিলো নিদ্রা হরি।।
কাহারে ডাকি আজি এই আঁধারে,
গগনে উঠিলো শশী সেই বাহারে।
রাত জাগানিয়া পাখি ডাকিলো দূরে,
চিত্ত মম উছলিয়া জাগিলো সুরে।
নিপট স্বপনগুলো ভাসিল মনে,
অধীর লগ্নগুলো আসিল ক্ষণে।
No comments:
Post a Comment