Thursday, August 13, 2020

ওদের পাশে দাঁড়াই
হাকিকুর রহমান 

বেধড়ক খিদের জ্বালায় কেঁদে কেঁদে,
বেঘোরে ঘুমুচ্ছে শিশুটা
তার মায়ের আঁচলে মাথাটাকে ঢেকে।
মায়ের চিন্তার শেষ নেই,
খুদকুটো যেটুকু ছিল
তা দিয়েই তো চলেছে এ ক’টাদিন-
ভুই নিড়িয়ে, মাটি কেটে, খোয়া ভেঙ্গে
চলছিল তো হেসেলটা।
কিন্তু, কোত্থেকে এসেছে
হতচ্ছাড়া অদৃশ্য মরণঘাতী করোনা-
(এই নামটা তার জানা নেই),
আর তার আঘাতে প্রতিঘাতেই
বিধ্বস্ত হয়ে গেছে চরাচর।
নিদেনকাল এসে গেছে,
ঘুরাঘুরি করছে
নগর, শহর, গ্রামে, চরে,....,
কোথায় যে থাবা মারেনি,
কেউই সঠিক করে কইতে পারবেনা-
অতশত বোঝেনা সে।
উপায় না দেখে,
মাতবরের কাছে হাত পেতেছিল,
সাড়া মেলেনি তাতে।
শুনেছে, চাল-ডাল-আরও কিছু দেয়া হবে-
ভেবেছিল তাই হাত পেতে নেবে,
কিন্তু ক’দিন হয়ে গেল,
আড়ের মাচানের বাঁশটা ধরে
অপেক্ষায় আছে।
ও শুধু একাই নয়,
পাড়ার আরও খেটে খাওয়া
মজিদের মা, তহুরার মা, সবুরের বাপ, জসিমদ্দি,....
ওরাও অধীর হয়ে চেয়ে আছে,
একটু কিছু পাবার আশায়।

No comments:

Post a Comment