জীবনের জয়গান
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
উৎসব রজনীর সকল আয়োজন
ঢেঁকে গেলো গহীন আঁধারে,
জোর করে কে যেন কেড়ে নিলো
সুরগুলো সব।
অকাট দুর্বোধ্য বিপর্যয় নেমে এলো
খড়গ কৃপাণ হাতে করে-
এ যেন কোন নির্বোধ দানবের দাপাদাপি।
চারিপাশে শুধুই বিষন্নতা।
কে যেন বিস্বাদ বেদনা ঢেলে দিলো
উন্মত্ত হয়ে,
গাঢ় অন্ধকারে ছেঁয়ে গেলো রক্তিম সূর্যটা।
শিল্পীর বেহালাটাও ভেঙ্গে চুরে খানখান হয়ে গেলো-
ওদিকে নিয়তি নিঠুর অট্টহাসি হেসে যায় প্রতিনিয়ত।
কিন্তু, এই ধরাতো সহজে মেনে নেবার পাত্র নয়,
যদিও থেমে আছে জীবনযাত্রা, কিছুকালের তরে
তবে জেনে রাখো,
অন্য সব দুর্যোগের মতো
এবারও ঘুরে দাঁড়াবে সে-
আর গেয়ে যাবে জীবনের জয়গান।
ঢেঁকে গেলো গহীন আঁধারে,
জোর করে কে যেন কেড়ে নিলো
সুরগুলো সব।
অকাট দুর্বোধ্য বিপর্যয় নেমে এলো
খড়গ কৃপাণ হাতে করে-
এ যেন কোন নির্বোধ দানবের দাপাদাপি।
চারিপাশে শুধুই বিষন্নতা।
কে যেন বিস্বাদ বেদনা ঢেলে দিলো
উন্মত্ত হয়ে,
গাঢ় অন্ধকারে ছেঁয়ে গেলো রক্তিম সূর্যটা।
শিল্পীর বেহালাটাও ভেঙ্গে চুরে খানখান হয়ে গেলো-
ওদিকে নিয়তি নিঠুর অট্টহাসি হেসে যায় প্রতিনিয়ত।
কিন্তু, এই ধরাতো সহজে মেনে নেবার পাত্র নয়,
যদিও থেমে আছে জীবনযাত্রা, কিছুকালের তরে
তবে জেনে রাখো,
অন্য সব দুর্যোগের মতো
এবারও ঘুরে দাঁড়াবে সে-
আর গেয়ে যাবে জীবনের জয়গান।
No comments:
Post a Comment