সহস্র চেঙ্গিস
হাকিকুর রহমান
হাকিকুর রহমান
শবের মিছিলে ভরে গেছে রাজপথ,
সারা বিশ্ব জুড়ে, চলিছে শোকের মাতম
আর্তচিৎকার গুমরে কাঁদছে
প্রসাদের অভ্যন্তরে।
কারণ, পরমাত্মীয়ের শেষকৃত্যেও
সামিল না হওয়ার বেদনা, আর সইতে পারছেনা।
প্রকৃতির ভগ্ন দ্বারে, এ কিসের সংকেত।
একি নিঠুর বীভৎস শাস্তি!
কোন সে আহত অশ্বের শানিত খুরের শব্দ
ধ্বনিত-প্রতিধ্বনিত হয় যে সমগ্র চরাচরে।
এটা কিসের শান্তি,
এটা কিসের নীরবতা,
এ যেন এক ভৌতিক স্তব্ধতা।
শূন্য মসজিদের আযান যাচ্ছে শোনা,
শূন্য মন্দিরে নেই কোন আরাধনা।
প্রাচ্য-পাশ্চাত্য জুড়ে,
শুনি ঐ একই বিরহ সঙ্গীত-
এ কোন মৃত্যুর উৎসবে মেতে উঠেছে ধরিত্রী?
নগরে-শহরে-গ্রামে-গঞ্জে-মাঠে-ঘাটে-সবখানে
সহস্র চেঙ্গিস এসেছে নেমে
রক্তস্নাত তরবারী হাতে, নর হত্যাযজ্ঞে মেতে।
ক্ষান্ত দাও!
ক্ষান্ত দাও, ধরিত্রী, ক্ষান্ত দাও!
সারা বিশ্ব জুড়ে, চলিছে শোকের মাতম
আর্তচিৎকার গুমরে কাঁদছে
প্রসাদের অভ্যন্তরে।
কারণ, পরমাত্মীয়ের শেষকৃত্যেও
সামিল না হওয়ার বেদনা, আর সইতে পারছেনা।
প্রকৃতির ভগ্ন দ্বারে, এ কিসের সংকেত।
একি নিঠুর বীভৎস শাস্তি!
কোন সে আহত অশ্বের শানিত খুরের শব্দ
ধ্বনিত-প্রতিধ্বনিত হয় যে সমগ্র চরাচরে।
এটা কিসের শান্তি,
এটা কিসের নীরবতা,
এ যেন এক ভৌতিক স্তব্ধতা।
শূন্য মসজিদের আযান যাচ্ছে শোনা,
শূন্য মন্দিরে নেই কোন আরাধনা।
প্রাচ্য-পাশ্চাত্য জুড়ে,
শুনি ঐ একই বিরহ সঙ্গীত-
এ কোন মৃত্যুর উৎসবে মেতে উঠেছে ধরিত্রী?
নগরে-শহরে-গ্রামে-গঞ্জে-মাঠে-ঘাটে-সবখানে
সহস্র চেঙ্গিস এসেছে নেমে
রক্তস্নাত তরবারী হাতে, নর হত্যাযজ্ঞে মেতে।
ক্ষান্ত দাও!
ক্ষান্ত দাও, ধরিত্রী, ক্ষান্ত দাও!
No comments:
Post a Comment