Wednesday, August 26, 2020

শিরোনামহীন কবিতা
হাকিকুর রহমান

একদল শামুকখোল পাখি,
ভেবেছিলো, বাকি জীবনটা এভাবেই
নিশ্চিন্তে কাটিয়ে দেবে,
এই নীরব, নিঝুম গাঁয়ে।
ছিলোতো, ভালোই বাসা বেঁধে
শিমুলের শাখে,
দখিনা বাতাসে দুলুনি
খেয়ে কেটে যেত, দিনগুলো।
কিন্তু, তারা মানুষকে চিনতে
ভুল করেছিলো খুবই,
কারণ, যেইনা এক প্রচন্ড ঝড়ে
ভাঙলো শাখা, ভাঙলো বাসা,
আর, লুটিয়ে পড়লো সবাই
ডানা ভেঙ্গে মাটির কোলে।
তখন, ওই চিনতে না পারা মানুষগুলো
কি বিভৎস হাসি হেসে,
একে একে জবাই করে
খেয়ে নিল, নিষ্পাপ পাখিগুলোকে।
কোন এক, বিভ্রান্ত পথিক
অনেক চেষ্টা করেছিল,
ওদেরকে বাঁচানোর
সকলের বাড়ি বাড়ি ঘুরে।
তবে, ততক্ষণে হয়ে গেছে
অনেক দেরী, কেউ এক মুহুর্তও
করেনি অপেক্ষা।
শুনতে পায়নি, ওই নিরীহ পাখিগুলোর
বোবা কান্না, তাই পথিকটা
ভাঙ্গা মন নিয়েই,
ঘরে ফিরে গেলো।
হায়! এ কেমন
প্রবৃত্তি, মনুষ্যকুলের।

(ঘূর্ণিঝড় আম্পানের ঝড়ো হাওয়ায় অসহায় হয়ে পড়েছিল নাটোরের বড়াইগ্রামের বাজিতপুর গ্রামের গাছে ঠাঁই নেওয়া শামুকখোল পাখিগুলো। কিন্তু, তাদের প্রতি সহায় হওয়া তো দূরের কথা। সবাই মিলে মাটিতে পড়ে যাওয়া সবগুলো পাখিকে জবাই করে খেয়ে নিলো। হায়! আমরা কি করে নিজেদেরকে মানুষ হিসেবে দেখি। তাই, মনের দুঃখে লিখলাম এই শিরোনামহীন কবিতাটি।)

No comments:

Post a Comment