ভাবনা
হাকিকুর রহমান
দিবস সাঁঝের কোলে গিয়ে ঢলে,
হোথা, আলো আঁধারির খেলা চলে।
বেনুবন রূপালী চাঁদের আলোতে ভরে,
যমুনার জল, উছলিয়া কেলি করে।
চাতক চাতকীর পানে অপলোকে চায়,
তৃষিত হৃদয়ে জেগে রয়, কি আশায়।
জাহ্নবী জাগে দিগন্তের কিনারায়,
নিশুতি রাত কেঁদে ফিরে আঙিনায়।
ভাবনার ভেরী চমকিত চরণে হাঁটে,
কত যে রাত্রি, নিদ্রাহীন ভাবে কাটে।
ভাবের আবেগে সারাটা জীবন জড়ালো,
প্রাণের প্রণতি পিছু হাঁটা পথটা ভরালো।
No comments:
Post a Comment