Wednesday, January 12, 2022

 

রঙের মেলা
হাকিকুর রহমান 
 
সাজিয়ে বাগান রইছি বসে
মালির দেখা নেই-
হাত বাড়িয়ে ফুল তুলেছি
ঝরেই গেল সেই।
কে যেনো ফের দিলো উঁকি
কানন পানে চেয়ে-
প্রাণের কথা বুঝলো কি আর
আঁখির ভাষায় গেয়ে।
যতই দেখি, ফুলগুলো আজ
হাসতে গেছে ভুলে-
কারণ বুঝি, মালির মেয়ে
নেয়নি তাদের তুলে।
আকাশ ছোঁয়া মেঘের সারি
যায় যে কোথায় ভেসে-
ভুবনজোড়া রঙের মেলায়
হারিয়ে গেলাম শেষে।

No comments:

Post a Comment