Wednesday, January 12, 2022

 

জীবনের মানে
হাকিকুর রহমান 
 
দু’চার জনা বললো ডেকে
এনেছি, তোরই তরে
তৈরি করে
একখানা উপঢৌকন-
আহা! অতিশয় প্রসন্ন হয়ে
গ্রহণ করে তা
খুলে দেখি,
ভিতরে তো কিছুই নেই
রয়েছে সেখানে
ভাঙ্গা একখানা চৌকন।
তার মানেটা কি?
বোঝার আগেই
হাত ফসকে
সেটা গেলো মাটিতে পড়ে-
ছিলোতো যাই কিছু, ভাঙ্গা
সেটা আরো খন্ডিত হলো
আর তাকে
নেয়া হয়নিকো কভু গড়ে।
ওহ! তুমিতো দ্যাখোনি তা,
কারণ, তুমি তো
অতি সুখে ছিলে চোখ বুঁজে-
এদিকে আমি, গতরে খেটেই
তো হলাম সারা, আর
জীবনের মানেটা কি?
সারাক্ষণ বেড়াই
সেটাই খুঁজে।

No comments:

Post a Comment