মেঘের কান্না
হাকিকুর রহমান
একটা স্তব্ধ প্রহর, আর এক
স্তব্ধ প্রহরের সাথে
বিলীন হতে চেয়ে-
নির্বাক, নৈঃশব্দের মাঝে
একাকার হলো।
তবে, ইচ্ছা-অনিচ্ছার
বৈপরীত্যের মাঝে
টানাপোড়ন খেয়ে খেয়ে
প্রহরগুলো,
খন্ডিতই রয়ে গেলো।
নদীর তৃষ্ণা, মেটাবে কি সাগর?
নাকি সাগরের তৃষ্ণা
মেটাবে নদী!
পাপিয়ার তৃষ্ণা, মেটাতে পারেনি
কোনও মেঘ।
কোনও এক সলাজ কুমারীর
আঁখি হতে
কবে জানি ঝরেছিলো
কিছু জল-
জানতে পারেনি কেউই তার কারণ,
শুধু উড়ে যাওয়া
মেঘটাই বুঝেছিলো-
আর তাই কেঁদেছিলো
দু’জনfই একসাথে।
No comments:
Post a Comment