গৃহহীন ভূত
হাকিকুর রহমান
বেশ আছি
ভালোই আছি
অতিশয় সুখেই আছি
শাব্দিক নিঃশব্দের মাঝে বিলীন হয়ে আছি
নিজস্ব তৈরি কারাগারের মাঝে বন্দি হয়েই আছি-
একখানা
শুকতারা দেখে
গতিপথ মেপে মেপে
নাবিক হবার স্বপ্নটা দেখে
ধুলো ভরা পথে পথিক হবার ইচ্ছেটা রেখে
নিভৃত স্বপনের আবির হৃদয়ে মেখে
অপরিচিত এক গুহাবাস করেই তো আছি-
কে যেনো
লাল পেড়ে সাদা শাড়ির আঁচল ছিঁড়ে
একখানা রুমালে কি যেনো
লিখে দিয়েছিলো
সময়ের অভাবে ওটা খোলাই হয়নি
চোখ খুলে পড়ে দেখাও হয়নি
তাই, সে যে কি লিখেছিলো তাতে
তা অজানাই গেলো রয়ে-
ওদিকে নিয়তি
হাঙরের মতো করাতি দাঁতের হাসি হেসে
ঘাড়ের অতিশয় কাছে এসে
কি যেনো একখানা কথা বলে গেলো
হঠাৎ করে বয়ে যাওয়া বাতাসের তোড়ে
তা কান পর্যন্ত পৌঁছায়নি-
আর কেনো জানি
মরার আগেই
কবে কবে
হয়ে গেছি
গৃহহীন ভূত।
No comments:
Post a Comment