Tuesday, January 11, 2022

 

শেষ অঙ্গীকার
হাকিকুর রহমান 
 
প্রদীপের মায়াবী ছায়াতে
কি দোলা দিলো যে এই কায়াতে।
পিয়াসি পরাণে ছড়ায়ে দিলো
সে এক আলোর বীজ,
সাগরের নীলে ভাসালো কার
জাহাজখানি, নোঙ্গর তুলে নিজ।
নোঙ্গরটা ছিলো মনে হয়
কোনো পাথরের সাথে আটকিয়ে,
তবে, ঝরে যাবার আগেই
এক নাম না জানা নক্ষত্র
আলো দিয়েছিলো, নিজেকে বিলিয়ে।
নাবিকের অজানা যাত্রা পথে
হঠাৎ করে পড়লো
কোনো এক অজানা দ্বীপের ছায়া,
আর, সাথে করে শুনেছিলো
কিছু পাতা ঝরার কান্না
সেইসাথে বেড়েছিলো যেনো
কার তরে, আরও কিছু মায়া।
শেষ বিকেলের কোলে বসে
কে যেনো গেয়েছিলো
না বলা কথার সুরে কিছু গান-
কিছুই বোঝা
যায়নিকো কভু তার,
প্রদীপের আলোটা
যতই উজ্জ্বলতর
হোক না কেনো-
কে জানি অবশেষে
রাখেনি তার শেষ অঙ্গীকার।

No comments:

Post a Comment