Tuesday, January 11, 2022

 

নব প্রভাত
হাকিকুর রহমান 
 
হয়েছে তো ভোর, নব দিবাকর
ছড়ায়ে দিয়েছে তার
কোমল পরশ
উন্মুক্ত এই দ্বারে-
আনকা আলোতে, দেখি তার মুখ
এ হিয়ার মাঝে
দিলো কে পুলক
চিনে কি নিতে
পেরেছি তারে।
দখিনা দিলো তার, আলতো ছোঁয়া
পথভোলা পথিক
তাইতো বাড়ালো
আবার নতুন করে
পথে পা-
সে ছোঁয়ায় দুলে ওঠে
বাহারি প্রজাপতি
আর চাষী বউ মন খুলে
চায় ফসলের ক্ষেতে,
সোনালী ধানের শিষে
ভর করে তা।
নয়নেতে কাজল, দিয়েছে
মালিনীর মেয়ে
আজ নাকি পরবেতে
তার ছুটি-
পূবের আকাশে, হালকা মেঘের
ফাঁকে, দিবাকরের আলো
পশিল তার
চরণে লুটি।

No comments:

Post a Comment