Tuesday, January 11, 2022

 

কালের ঘণ্টাধ্বনি
হাকিকুর রহমান 
 
চাঁদের রঙ কি সাদা? নাকি নীল, নাকি রুপালী-
কার বিষাদের চিহ্ন লেগে আছে তাতে,
কোন মহাজ্যোতিষীর খাবারের থালাটা যে
রয়ে গেলো, একেবারে খালি।
জোর করে ফুঁ দিলেই কি
মোমবাতির আলোটা যায় নিভে?
সাগরের বিশালতায় ক্ষুণ্ণ হয়ে
কোন নাম না জানা নাবিক
আর সে পানে ধায়নি,
কেইবা আছে যে, সেটাকে পাড়ি দিবে।
মেঘ, নদী, বৃষ্টি, ব্যাঙের ছাতা, চক্ররেখা,
হোগলা পাতার ছাউনি-
সবই তো মহানন্দার ঢলে গিয়েছে ভেসে,
চিন্তার পরিধিটাকে যতই ব্যাপ্তিত করা হোক
কালের ঘণ্টাধ্বনি শোনালো কে যেনো
নীরবে-নিভৃতে, কর্ণের অতিশয় কাছে এসে।

No comments:

Post a Comment