Tuesday, January 11, 2022

 

জোসনার গৌরব
হাকিকুর রহমান 
 
একাকী কনকচাঁপা,
ফুটেছে ওই কাননের কোণে
বসন্তের অন্তিম নিঃশ্বাসে-
ধূসর গ্রীস্ম কবে জানি এসে
গেছে ফিরে, তাই বসে থাকা
নবীন বরষার আশে।
কোন তাপসী ধ্যানে রয় রত
আধেক জেগে
আধেক ঘুমের মাঝে থেকে-
ঝরে যাওয়া পাতা
মর্মর ধ্বনি তোলে
হৃদয়ের মাঝে, যায় কারে ডেকে।
গোধূলি সেতো কোনও এক
নব যৌবনা বালিকা-
রয়েছে অপেক্ষায় সাঁঝের কোলে
দেবে ডুব
আর, ওইদিকে অন্য কোনও তাপসী
অপেক্ষায় রয়,
হাতে লয়ে শূন্য থালিকা।
কনকচাঁপাটাকে ডেকেছিলাম
বিদায়ের আগে
হাত দু’টি নেড়ে-
কার দীর্ঘনিঃশ্বাসই বয়েছিলো
ঘাড় বেয়ে,
আর নয়নের ঘুম
নিয়েছিলো কেড়ে।
মর্মে মর্মে আজি উপলব্ধি করি
বাতাসে ভাসে
শুধু, হারানোর অনুভব-
তাইতো অপেক্ষায় থাকা
দীপালি জ্বালায়ে,
কবে জানি ছড়াবে
এই প্রাণে জোসনার গৌরব।

No comments:

Post a Comment