Wednesday, January 12, 2022

 

নীল অপরাজিতা
হাকিকুর রহমান 
 
মাঝারি আকারের একখানা ইচ্ছা
কবে জানি আনমনে
উদিত হয়েছিলো, এই প্রাণে-
সময়ের দাম্ভিকতার কাছে হার মেনে
তাকে আর বোনা হয়নি
ক্লিষ্ট মনটার উঠানে।
হার মানা হারটাকে সেইতো কবে
নিজের অজান্তেই
গলাতে নিয়েছি যে পরে-
কার যে ভাঙ্গা কাঁকনটাকে আর
জোড়া দেয়া যায়নি
তবুও প্রচেষ্টা ছিলো তার তরে।
তবে চলেছিলো শশীহীন
আলোক উৎসব
বহুকাল ধরে এই মনের কাননে-
নীল অপরাজিতা ফুলটা
ঝরেই তো গেছে
অনাদরে, কেইবা তা আর জানে।
রূপার নূপুর পায়ে পরে
কে যেনো এসেছিলো
শেষ বিকেলের একটু আগে-
স্মৃতির বেদনা ভরা সিঁথিতে
আবিরের রঙ মেখে
কোন সে করুণা মাগে।

No comments:

Post a Comment